করোনায় ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত ব্যক্তি একজন নারী। এ নিয়ে ২০২৫ সালে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
তবে একই সময়ে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৭২২ জনের শরীরে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা কম হলেও সতর্কতা বজায় রাখা জরুরি।