বিটিএসের সংস্থায় হঠাৎ পুলিশের অভিযান

বিটিএসের সংস্থায় হঠাৎ পুলিশের অভিযান

প্রতারণার অভিযোগে বিটিএসের এজেন্সি হাইবের প্রধান কার্যালয়ে পুলিশের অভিযান

বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হাইব করপোরেশনের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত প্রতিষ্ঠানের সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ।

সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, “আমরা ইয়ংসান জেলায় হাইব করপোরেশনের অফিসে তল্লাশি এবং জব্দ কার্যক্রম পরিচালনা করছি।” দক্ষিণ কোরিয়ার জাতীয় বার্তা সংস্থা ইয়োনহাপ সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

তদন্তের মূল কেন্দ্রে রয়েছেন হাইবের প্রতিষ্ঠাতা ও বিটিএসের ‘শৈল্পিক রূপকার’ হিসেবে পরিচিত ব্যাং শি-হিউক। অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে হাইব শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় তিনি প্রাথমিক বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধভাবে আয় করেন।

তবে প্রতিষ্ঠানটি এই অভিযোগ অস্বীকার করেছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে হাইব জানায়, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শেয়ার তালিকাভুক্তির সম্পূর্ণ প্রক্রিয়াই প্রযোজ্য আইন ও নীতিমালার আওতায় হয়েছে। তদন্তে আমরা যথাযথ সহযোগিতা করব এবং প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করব।”

এই তদন্ত এমন এক সময় শুরু হলো, যখন বিটিএসের সব সদস্যই তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। দলটি ২০২৬ সালে নতুন অ্যালবাম প্রকাশ এবং একটি বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর আয়োজনের পরিকল্পনা করছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট জানিয়েছে, বিটিএস প্রতিবছর দেশটির অর্থনীতিতে প্রায় ৫.৫ ট্রিলিয়ন ওন (৪ বিলিয়ন মার্কিন ডলার) অবদান রাখে, যা মোট জিডিপির প্রায় ০.২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *