নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়, জিম্বাবুয়ের ভুলে যাওয়ার মতো পরাজয়
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে রেকর্ডবই নতুন করে লিখল নিউজিল্যান্ড। ৯৫ বছরের টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে কিউইরা— ইনিংস ও ৩৫৯ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬০১ রানে ব্যাটিং শেষ করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। বিশাল ৪৭৬ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এটিই তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে জায়গা করে নিল।
সবচেয়ে বড় জয় এখনো ১৯৩৮ সালের ইংল্যান্ডের— অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারিয়ে। দ্বিতীয় স্থানে আছে ২০০২ সালের অস্ট্রেলিয়া— দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩৬০ রানে জয়।
এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু নিউজিল্যান্ডের তরুণ পেসার জ্যাকারি ফোকস। অভিষেক টেস্টেই ৭৫ রানে ৯ উইকেট নিয়ে দেশের ইতিহাসে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে রেকর্ড ছিল উইল ও’রুর্কের দখলে— ৯৩ রানে ৯ উইকেট।
জিম্বাবুয়ের জন্য এই হারের যন্ত্রণা আরও গভীর, কারণ তাদের সবচেয়ে বড় তিনটি টেস্ট হারই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।