ব্যালন ডি’অর তালিকা থেকে বাদ, মাঠে হ্যাটট্রিকে জবাব রোনালদোর
গত বছরের মতো এবারও ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। ইউরোপের বাইরের লিগে খেলা কোনো ফুটবলারই মনোনয়ন পাননি। অথচ গত মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের হয়ে ৩৩ গোল এবং জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগ শিরোপা জিতেছিলেন ৪০ বছর বয়সি রোনালদো। মনোনয়ন না পেয়ে হতাশ না হয়ে বরং সোশ্যাল মিডিয়ায় ছোট্ট বার্তায় অনুপ্রেরণা দেন নিজেকে— “নিজেকে তাড়া করো, এখনও অনেক কিছু বাকি।”
এর কয়েক ঘণ্টা পরই মাঠে নেমে যেন সেই কথার বাস্তব প্রমাণ দিলেন আল নাসর অধিনায়ক। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পর্তুগালের রিও অ্যাভের মাঠে টানা তিন গোল করে দলকে ৪-০ ব্যবধানে জিতিয়ে দেন তিনি। গোলগুলো আসে ৪৪, ৬৩ ও ৬৮ মিনিটে, যা প্রমাণ করে বয়স তার জন্য এখনও শুধু একটি সংখ্যা।
এদিকে একই রাতে জার্মানিতে প্রীতি ম্যাচে সাবেক ক্লাব টটেনহামের বিপক্ষে প্রথমবার মাঠে নামেন হ্যারি কেইন। প্রথমার্ধে দুর্দান্ত এক গোলে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দিলেও পরে পেনাল্টি মিস করেন। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি; ৪-০ ব্যবধানেই ম্যাচ শেষ করে জার্মান জায়ান্টরা।