১৩০ রানের জয়ে যুবাদের দক্ষিণ আফ্রিকা যাত্রা শুরু

১৩০ রানের জয়ে যুবাদের দক্ষিণ আফ্রিকা যাত্রা শুরু

১৩০ রানের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকায় সিরিজে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯

দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ের ফলে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। জাওয়াদ আবরার, মোহাম্মদ আবদুল্লাহ ও রিজান হোসেনের দুর্দান্ত ফিফটিই ছিল ইনিংসের মূল ভরকেন্দ্র। শুরুটা ছিল কিছুটা ধীর, রিফাত বেগ ১৬ রান করে ফিরে গেলে প্রথম জুটি ভাঙে ৩২ রানে। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও জাওয়াদ আবরার দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের দিকে এগিয়ে নেন।

৭০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন জাওয়াদ আবরার (৬১ বলে ৯ চার ও ২ ছক্কা)। এরপর ইনিংসের মাঝপথে দৃঢ়তা আনেন আবদুল্লাহ ও রিজান। দুজনেই ফিফটি পূর্ণ করেন এবং দুজনের সংগ্রহ সমান—৬৩ রান। রিজান খেলেন মাত্র ৫৫ বলে (৫ চার ও ৩ ছক্কা), আর আবদুল্লাহ খেলেন ৭৬ বল (৭টি চার)। শেষদিকে ফরিদ হাসান (২১ বলে ১৬) ও দেবাশিস সরকার (১৪ বলে ১৮*) দলের রানকে পূর্ণতা দেন।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরু হয় দুর্দশায়। মাত্র ৫ রানের মধ্যেই দুটি উইকেট হারায় তারা। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন এই ধাক্কা দেন স্বাগতিকদের। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। দলের হয়ে একমাত্র লড়াই করেন মোহাম্মদ বুলবুলিয়া, যিনি ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন (৪ চার, ৩ ছক্কা)। তবে তাঁর সংগ্রামও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি। ৩২.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন—৭ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তাঁকে ভালো সাপোর্ট দেন রিজান, স্বাধীন ও সামিউন।

এই জয়ে উড়ন্ত সূচনা করেছে টাইগার যুবারা। আগামী ১৯ জুলাই দ্বিতীয় ও ২২ জুলাই তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *