৯ লাখ তরুণকে দক্ষ করে গড়ে তুলবে ‘আর্ন’ প্রকল্প
বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে শুরু হয়েছে ‘আর্ন’ (ERN) প্রকল্প। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করছে এই বৃহৎ উদ্যোগ। ২০২৮ সালের মধ্যে দেশের ৯ লাখ নিট (চাকরি, শিক্ষা বা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত নয়) তরুণ-তরুণীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে প্রস্তুত করবে এ প্রকল্প।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ১৫-৩৫ বছর বয়সী যুব নারীদের অংশগ্রহণে। লক্ষ্য, অন্তত ৬০ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় করা।
আর্ন প্রকল্পের মাধ্যমে—
বিকল্প শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে
শ্রমবাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন
ইন্টার্নশিপ ও উদ্যোক্তা সহায়তা প্রদান
ক্ষুদ্র ঋণ ও টেকনিক্যাল সহায়তার সুযোগ থাকবে
এই প্রকল্পের আওতায় ৬টি প্রশিক্ষণ ক্যাটাগরির মাধ্যমে তরুণদের দক্ষতা গড়ে তোলা হবে। প্রশিক্ষণের পাশাপাশি থাকবে কর্মসংস্থানের দিকনির্দেশনা, ব্যবসা শুরু করার সহায়তা এবং প্রয়োজনীয় আর্থিক সুবিধা।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান জানান, “আমাদের প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের সাড়া এতটাই ইতিবাচক যে প্রচারণা ছাড়াও আবেদনকারীদের ভিড় লেগে থাকে। আর্ন প্রকল্পেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।”
এই উদ্যোগের মাধ্যমে কেবল ব্যক্তি নয়, পরিবার ও সমাজও উপকৃত হবে। দেশের অর্থনৈতিক রূপান্তরে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই আর্ন প্রকল্পের মূল লক্ষ্য।