নেইমারের ২০২৫: গোল কম, বিতর্ক বেশি

নেইমারের ২০২৫: গোল কম, বিতর্ক বেশি

নেইমারের নতুন পরিচয়: মাঠে গোল ৪, মাঠের বাইরে বিতর্ক ৫!

একসময় মাঠে নেইমার মানেই ছিল আনন্দ, জাদুকরী ড্রিবলিং আর চোখ ধাঁধানো গোল। ফুটবলপ্রেমীরা অপেক্ষা করে থাকতেন, কখন বল পাবে এই ব্রাজিলিয়ান তারকা, কখন ভাঁজ ফেলবে প্রতিপক্ষের রক্ষণে। কিন্তু ২০২৫ সালের নেইমার যেন একেবারে ভিন্ন এক চরিত্রে। গোল কম, বিতর্ক বেশি—এই একরকম অদ্ভুত পরিসংখ্যানই এখন নেইমারকে সংজ্ঞায়িত করছে।

ভুল উদ্‌যাপন আর ভাঙা কর্নার ফ্ল্যাগ
ব্রাজিলের শীর্ষ লিগের সাম্প্রতিক ম্যাচে সান্তোসের হয়ে খেলতে নামেন নেইমার। নিজ ক্লাব এস্তাদিও ভিলা বেলমিরোয় ইন্তারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে তাঁর দল। ম্যাচের একেবারে শেষ মিনিটে বাঁ পায়ে জোরালো এক শট নেন নেইমার। বল পোস্টে লেগে ফিরে আসার পর গোলকিপার তা ধরে ফেলেন। কিন্তু নেইমারের বিশ্বাস ছিল, বল গোললাইন পেরিয়ে গেছে। সুতরাং, উদ্‌যাপন শুরু করতেই হলো!

এই ‘ভুল’ উদ্‌যাপনে কর্নার ফ্ল্যাগে লাথি মেরে তা ভেঙে ফেলেন, জার্সি খুলে ফেলতে গিয়েও থামেন শেষ মুহূর্তে। গ্যালারির দর্শকরাও ধরে নিয়েছিলেন গোল হয়েছে, সান্তোস সমতা ফিরিয়ে নিয়েছে। কিন্তু রেফারির সিগন্যাল ভিন্ন—তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। নেইমার হতাশায় মাঠেই বসে পড়েন, হাত নাড়েন প্রতিবাদে। গোল নয়, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কই হয়ে ওঠে ম্যাচশেষের মূল আলোচ্য।

ভক্তের সঙ্গে অশালীন বাক্যবিনিময়
তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। ম্যাচ শেষে নেইমার মাঠ ছাড়ার আগে গ্যালারির এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান। ফুটবলভিত্তিক ব্রাজিলীয় প্ল্যাটফর্ম Planeta do Futebol জানায়, উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে নেইমার দর্শককে বলেন, “পারলে এখানে আয়। নয়তো গোল্লায় যা!”—অথচ ওই ভক্ত ছিলেন তাঁর নিজ দলেরই সমর্থক!

সতীর্থ গোলকিপার জোয়াও পাওলো এসে তাঁকে সরিয়ে না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারত।

তর্কের সংখ্যায় এগিয়ে নেইমার!
নেইমারের মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও বিতর্কে জড়ানোর পরিসংখ্যান একেবারে স্পষ্ট। ফুটবলপ্রেমী লুকাস মানেত্তা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (আগের টুইটার) তুলে ধরেছেন, ২০২৫ সালে নেইমার ইতোমধ্যে পাঁচবার ভিন্ন ভিন্ন দলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন:

বোতাফোগোর সমর্থকদের সঙ্গে – ১ বার

সিআরবি সমর্থকদের সঙ্গে – ১ বার

মিরাসল সমর্থকদের সঙ্গে – ১ বার

সান্তোস সমর্থকদের সঙ্গে – ২ বার

মোট তর্কের সংখ্যা ৫। আর গোল? মাত্র ৪টি। অর্থাৎ, নেইমারের নাম এখন মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্কেই বেশি আলোচিত।

ভবিষ্যৎ কোন পথে?
বিশ্ব ফুটবলে নেইমারের অবস্থান নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, তবে এখনকার প্রশ্নগুলো আরও গাঢ়। নেইমার কি নিজের ক্যারিয়ারকে আর ঘুরে দাঁড় করাতে পারবেন? নাকি বিতর্ক, চোট আর অস্থিরতার মাঝেই একসময়কার সম্ভাবনাময় এই তারকা হারিয়ে যাবেন?

সমর্থকরা এখনো অপেক্ষায়—নেইমার আবার যেন ফুটবলেই ফিরে আসেন, গোল করে, শৈল্পিক খেলে। কিন্তু ততদিন পর্যন্ত তাঁর প্রতিটি ম্যাচের শেষে খবরের শিরোনামে থাকবে—”নেইমার, গোল না করেও আলোচনায়।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *