জয়ের ধারা থেমে গেল, হারের স্বাদ বাংলাদেশের যুবাদের

জয়ের ধারা থেমে গেল, হারের স্বাদ বাংলাদেশের যুবাদের

জয়ের ধারায় ছেদ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দুইয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে হলো না তিনে তিন। হারারেতে আজ তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের হারে থেমে গেল সেই জয়রথ। বাজে ব্যাটিংয়ের খেসারত দিতেই হয়েছে যুবারা‌কে, ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও হাতছাড়া করে তারা এখন নেমে গেছে দ্বিতীয় স্থানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দলীয় ২২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ইনিংসের হাল ধরতে অধিনায়ক আজিজুল হাকিম যোগ দেন রিজন হোসেনের সঙ্গে। তবে রিজন ১৭ রান করে আউট হয়ে গেলে আবারও ব্যাকফুটে চলে যায় দল। একপ্রান্ত ধরে রেখে আজিজুল করেন ৫৯ রান, যদিও ৮১ বলের ইনিংসটি খুব বেশিদূর এগোতে পারেনি। তাঁর বিদায়ের পর দ্রুত ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ—শেষ ৬ উইকেট যায় মাত্র ৫৮ রানে।

এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিল কালাম সিদ্দিকীর অপরাজিত ৪৯ রানের ইনিংস। তাঁর ৬১ বলের ধৈর্যশীল ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কার মার। তবে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৭৫, যা বড় কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে ধাক্কা খায়—আল ফাহাদের দুর্দান্ত এক ডেলিভারিতে ৬ রানে ফিরেন ওপেনার ফন শালকভিক। এরপর বুলবুলিয়া ও ম্যানাক গড়ে তোলেন ৫৫ রানের কার্যকর জুটি। বুলবুলিয়া ৩৯ ও ম্যানাক করেন সর্বোচ্চ ৫৭ রান। পরে অধিনায়ক রোলেস যোগ করেন ৪১ রান, আর শেষদিকে ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৩.১ ওভার হাতে রেখে।

বাংলাদেশের পক্ষে আল ফাহাদ নেন সর্বোচ্চ ৩ উইকেট, তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে আজিজুল হাকিমের দল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭৫ অলআউট, ৪৪.৫ ওভারে (আজিজুল ৫৯, কালাম ৪৯*, রোলেস ৩/৩৫)
দ.আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৭৬/৫, ৩৬.৫ ওভারে (ম্যানাক ৫৭, রোলেস ৪১, ফাহাদ ৩/২৯)
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *